
লিটন ঘোষ বাপী, দেবহাটা: ” তামাক মুক্ত পরিবেশ, সুস্বা¯ে’্যর বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ” বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩১ মে সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম.খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বা¯’্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রব লিটু। উপ¯ি’ত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বশার, জনস্বা¯’্য প্রকৌশলী মোঃ জুয়েল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা বৃন্দ, সূধী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।