
ইয়াছিন আলী, দেবহাটা: দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী, ২১) সকাল সাড়ে ৮ টায় সখিপুর সরকারী কেবিএ কলেজ মাঠ থেকে দেবহাটা উপজেলা সদরের সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন স্কুলের মাঠে পর্যন্ত ৫ কিলোমিটার ব্যাপী এই ম্যারাথন প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার এসআই আবু হানিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ম্যারাথন প্রতিযোগীতায় প্রায় ২ শতের অধিক প্রতিযোগী অংশগ্রহন করে। দেবহাটা উপজেলা সদরে সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন স্কুলের মাঠে প্রতিযোগীতার শেষে ২০ জন পুরুষ ও ৩ জন মহিলাকে পুরষ্কৃত করা হয়।