নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মশতবার্ষিকী ক্ষণগণনার উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মুজিব র্যালি ও বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ঘটিকার সময় দেবহাটা উপজেলা প্রানিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রানিসম্পদ অফিস থেকে বের হয়ে দেবহাটা উপজেলা প্রশাসন প্রদক্ষিণ শেষে দেবহাটা ফুটবল মাঠে এসে এ র্যালি শেষ হয়। এসময় উপস্হিত ছিলেন ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, ভেটেরিনারি সার্জেন্ট, দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।মোঃ সফিকুল ইসলাম, মোঃ আব্দুল মজিদ, সরোজিত পাল,উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তাবৃন্দ, ও ইবাদুল ইসলাম, এল, এস, পি এ আই টেকনিশিয়ান উপজেলা প্রাণিসম্পদসহ ন্যাশনাল সার্ভিসের সদস্যবৃন্দরা।