নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ পুকুরে এ পোনা মাছ অবমুক্তকরন করা হয়।
এসয়ম উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির, উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।