
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে বাগেরহাট জেলার রামপাল থানার পেপলবুনিয়া গ্রামের শংকর মন্ডলের মেয়ে রাখি মন্ডল (১৬) ।
সম্প্রতি দেবহাটা উপজেলার সুবর্নাবাদ গ্রামের অমিয় মন্ডলের ছেলে অঞ্জন মন্ডলের (২৩) সাথে কিশোরী রাখি মন্ডলের বিয়ে ঠিক করে তার পরিবার। বিয়ে দেওয়ার জন্য রাখি মন্ডলকে পারুলিয়ায় অঞ্জন মন্ডলের বোনায় বিপ্লব জুয়েলার্সের মালিক নিপুন মজুমদারের বাড়ীতে আনা হয়।
সোমবার রাতে গোপনে ওই নিপুন মজুমদারের বাড়ীতেই কিশোরী রাখি মন্ডলের বিয়ের আয়োজন করা হয়। এসময় স্থানীয়রা দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহাকে বিষয়টি অবগত করলে রাতেই বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে দেবহাটা থানার এসআই আসিফ মাহমুদ ও এসআই হানিফ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বাল্য বিয়েটি বন্ধ হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন মোবাইল কোর্টের মাধ্যমে কিশোরী কন্যাকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে রাখি মন্ডলের পিতা শংকর মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।