
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা শেষে সরকার ঘোষিত কঠোর লকডাউন গত ২৩’ জুলাই থেকে শুরু হলেও রবিবার লকডাউনের ৩য় দিন পর্যন্ত দেবহাটায় প্রশাসনের তৎপরতা থাকা সত্ত্বেও,লকডাউন মানছেনা সাধারণ মানুষ। দেবহাটা উপজেলার কুলিয়া আশুমার্কেট,ইউনিয়ন পরিষদ মোড়, পারুলিয়া বাসস্ট্যান্ড ও বাজার, সখিপুর মোড় সহ গাজীর হাট বাজার এলাকায় সরেজমিনে পরিদর্শন করে দেখাযায়, ঈদুল আযহার পূর্বের লকডাউনের তুলনায় এবারের কঠোর লকডাউনে বাজার, মার্কেট ও রাস্তাঘাট গুলোতে প্রচুর জনসমাগম বেড়েছে। এছাড়া সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কেও ছিল ইজিবাইক, মহেন্দ্র, মটর ও ইঞ্জিন ভ্যান, মটরসাইকেল, ছোট বড় ট্রাক সহ প্রাইভেটকার ব্যাপকহারে চলছে। এসকল যানবাহনের আরোহী সহ বাজার মার্কেট গুলোর সাধারণ জনগন কোন প্রকার স্বাস্থ্যবিধি মানছেনা। তাদের অধিকাংশের মুখে কোন মাক্স নেই। বাজার গুলোতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হলেই বাজার ও মার্কেট এর জনগন বিভিন্নদিকে সটকে পড়ছে, আবার দোকানদাররা সাটার টেনে দিয়ে দোকানের ভেতরে বসে থাকছে। আইনশ্ঙ্খৃলা বাহিনী চলেগেলে আবার যা তাই অবস্থার সৃষ্টি হচ্ছে। এমতাবস্তায় সচেতন মহলের অভিমত, এভাবে স্বাস্থ্য বিধি না মেনে সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে জনগন যদি অবাধে চলাচল করে তাহলে করোনা সংক্রামন পূর্বের তুলনায় বেড়ে যাওয়ার আশংঙ্খা থাকবে।