
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার চারটি ইউনিয়নে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে ৪৩টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) হাদিপুর হাটখোলা ঢাকা আহছানিয়া মিশনের অফিসে প্রোজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।
এ সময় তিনি ৪৩টি প্রতিবন্ধী পরিবারের মাঝে চাউল ৩৫কেজি, মুশুরের ডাল ২ কেজি, সোয়াবিন তেল ২লিটার, কলা ২কেজি, আপেল ১কেজি এবং ৩০টি মুরগীর ডিম বিতরণ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক মুকুল। এছাড়া আরো ইউপি সদস্য আবুল হোসেন, সিডিপি কমিটির সদস্য আব্দুল হান্নান ও মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।