
দেবহাটা ব্যুরো: দেবহাটায় পোল্ট্রি ও মৎস্য খামার ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে প্যারাগন গ্রুপের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্যারাগন গ্রুপের খুলনা জোন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা জোন ইনচার্জ সৈয়দ শাহ নেওয়াজ হোসেন, রুহুল আমিন বাবু সহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় ২৫ জন পোল্ট্রি ও মৎস্য খামারি অংশগ্রহন করেন।