
লিটন ঘোষ বাপি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় পুশকৃত ৬ ক্যারেট বাগদা চিংড়ী জব্দ এবং পুশ করার করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পারুলিয়ার মৎস্য ব্যবসায়ী আবু সাঈদের প্রতিষ্ঠানে চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে পুশকৃত ৬ ক্যারেট বাগদা চিংড়ী জব্দ সহ অপদ্রব্য পুশ করায় নিয়োজিত দুই নারী শ্রমিককে আটক করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
৭ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া ব্রীজের পাশে মৎস্য ব্যবসায়ী আবু সাঈদের মেসার্স রিচি ফিস নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশ করা অবস্থায় ছয়টি ক্যারেটে প্রায় ৪মণ বাগদা চিংড়ী জব্দ ও পুশ কাজে নিয়োজিত পারুলিয়ার ইমাদুল ইসলামের স্বামী পরিত্যাক্তা মেয়ে সালমা খাতুন (৪০) এবং একই এলাকার মৃত আজিবর আলীর স্বামী পরিত্যাক্তা মেয়ে মাজিদা খাতুন (৪২) কে আটক করেন। পরে জব্দকৃত বাগদা চিংড়ীগুলো উপজেলায় নিয়ে জনসম্মুখে পুশকৃত চিংড়ী মাটিতে পুতে বিনষ্ট এবং মালিক আবু সাঈদকে ৩০ হাজার টাকা জরিমানা করে আটক দুই নারী শ্রমিককে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, অসাধু ব্যবসায়ীরা কেবলমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করে আসছে। যার ফলে বিদেশে বাংলাদেশের রপ্তানীকৃত বাগদা চিংড়ীর সুনাম নষ্ট হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া মৎস্য সেডের ওই প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয় এবং অপদ্রব্য পুশের অপরাধে ওই প্রতিষ্ঠানটির মালিক আবু সাঈদকে ৩০ হাজার টাকা জরিমানা করে আটক দুই নারী শ্রমিককে ছেড়ে দেয়া হয়েছে। চিংড়ী পুশ মুক্ত করতে পারুলিয়া মৎস্য সেডে আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে ।