
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা থানার পুলিশ সদস্য (কনষ্টেবল) মোস্তফা আজমের অবসর জণিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় থানার হলরুমে জাকজমকপ‚র্ন পরিবেশে মোস্তফা আজমকে বিদায় জানানো হয়। অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম জামিল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ। অনুষ্ঠানে থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের, এসআই ন‚র মোহাম্মদ মোস্তফা, এসআই মিজানুর রহমান, এসআই আশিক রায়হান, এসআই হাফিজুর রহমান, এএসআই সুজিত, এসআই মোজাম্মেল, এএসআই ফেরদৌস সহ থানার সকল পুলিশ সদস্যরা আবেগঘন পরিবেশে অবসরপ্রাপ্ত মোস্তফা আজমকে বিদায় জানান। পরে রং বে-রংয়ের বেলুন ও ফুলে ফুলে সাজানো থানা পুলিশের গাড়ীতে চড়িয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোস্তফা আজমকে তার বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, মোস্তফা আজম ইতোপ‚র্বে দীর্ঘসময় দেবহাটাতে ডিএসবি হিসেবে এবং পরবর্তীতে পুলিশ কনষ্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনের বৃহৎ সময় তিনি দেবহাটাতে দায়িত্ব পালন করেছেন।