
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানে নিয়মিত মামলার ১ জন এবং সিআর ওয়ারেন্টভূক্ত ১ জনসহ মোট ২ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৫/১০/২২ তারিখ এসআই(নিঃ) হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ পারুলিয়া বাজার এলাকা থেকে নিয়মিত মামলার আসামী ১. সখিপুর গ্রামের সোহরাব হোসেন মোল্লার ছেলে আব্দুস সালাম (৩০) এবং ইং ২৬/১০/২২ ইং তারিখ এএসআই (নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন মাঝ পারুলিয়া এলাকা থেকে সিআর ১৮৭/১৯ এর আসামী মাঝ পারুলিয়া গ্রামের কওছার আলীর ছেলে মনিরুল ইসলাম (৪০), উভয় থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে ইং- ২৬/১০/২০২২ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন আইন শৃঙ্খলা রক্ষার্থে দেবহাটা থানা পুলিশ অঙ্গিকার বদ্ধ।