দেবহাটা ব্যুরো: দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে শিশুদের অপুষ্টি দুরীকরণের জন্য পিডি হার্থ প্রোগ্রাম সম্পর্কে কর্ম এলাকার জনসাধারনের অংশগ্রহনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনী এপি’র আয়োজনে সোমবার সকাল ১০ টায় দেবহাটা পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর গাজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেবহাটায় শিশুদের বড় একটি অংশ অপুষ্টিতে ভুগছে। এসকল শিশুদের অপুষ্টি দুরীকরনে ওয়ার্ল্ড ভিশনের চলমান প্রকল্প সমুহের পাশাপাশি প্রয়োজনীয় আরো উদ্যোগ গ্রহনের অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আজগর আলী, আরমান হোসেন, মাহবুবুর রহমান বাবলু, একেএম হাবিবুর রহমান মাসুম, ইউপি সদস্যা রোকেয়া বেগম, শাহনাজ পারভীন প্রমুখ। অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. পল হাজরা।