
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের আয়োজনে দ‚র্নীতি, হয়রানি, অনিয়ম ও বিদ্যুত চুরি প্রতিরোধসহ “আমার গ্রাম আমার শহর” রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুত অফিসের এজিএম (এমএস) সদস্য সেবা সাইফুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ারিং ইন্সপেক্টর আশরাফুল আলম, ব্যবসায়ী কওছার আলী প্রমুখ। এসময় পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম উপস্থিত সকল গ্রাহকদেরকে বিদ্যুত সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোন প্রয়োজনে তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।