
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় নিরাপদ খাদ্য, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তশূন্যতা, অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মশালা দেবহাটা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর লতিফের সভাপতিত্বে মূল প্রবন্ধ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বিপ্লব কুমার মন্ডল ও ডা. শফিউর রহমান। কর্মশালায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ, দেবহাটা সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, ইপিআই কর্মকর্তা সালাউদ্দীন আহম্মেদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।