ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা থানার নবাগত ওসি শেখ ওবায়দুল্লাহর সাথে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবে নবাগত ওসি শেখ ওবায়দুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আর কে বাপ্পা, রফিকুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদির, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, অর্থ সম্পাদক রমজান মোড়ল, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক আশরাফুল আলম বাদল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, নির্বাহী সদস্য হীরন কুমার মন্ডল, সদস্য এস এম মজনুর রহমান, বজলুর রহমান, সাইফুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ। এ সময় নবাগত ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, আমি জনগনের সেবক হিসাবে দায়িত্ব নিয়েছি, সাধারন জনগন যাতে হয়রানি না হয় তার জন্য আমি কাজ করে যাবো। আমি যতদিন থাকবো কোন অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। সাধারণ নিরপরাধ মানুষের জানমাল রক্ষা করা আমার দায়িত্ব। মতবনিমিয় শেষে তিনি কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব সংলগ্ন স্থানীয় হাফিজিয়া এতিমখানায় নামাজ আদায় করেন এবং এতিম হাফেজদের সাথে কথা বলেন ও তাদের খোজ খবর নেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি শেখ ওবায়দুল্লাহ কে ফুলেল শুভেচ্ছা ও লাবণ্যবতী নদীর একটি চিত্রলিপি উপহার দেওয়া হয়।