দেবহাটা ব্যুরো: দেবহাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক আইন ২০১০ এর ৪ ধারা লংঘনের অপরাধে ১৪ ধারামতে দুই ব্যবসায়ী সখিপুর গ্রামের গফফার আলী মোল্যার ছেলে বাসতুল্ল্যাহ মোল্যাকে ৩০ হাজার টাকা এবং একই গ্রামের কৃষ্ণপদের ছেলে সুকুমারকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বলেন, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামুলোক এবং প্লাষ্টিকের ব্যাগ নিষিদ্ধ হওয়া স্বত্ত্বেও সরকারী আইন অমান্য করে এসকল ব্যবসা প্রতিষ্ঠানে দেদারছে প্লাষ্টিকের বস্তায় চাউল সহ অন্যান্য মালামাল ক্রয় বিক্রয় করায় তাদেরকে জরিমানা করা হয়েছে।