
দেবহাটা ব্যুরো: দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে চার মাসের প্রশিক্ষনপ্রাপ্ত দুঃস্থ মহিলাদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও এডিপি’র অর্থায়নে ১৯ জন দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন ও সনদপত্র প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেণ দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বক্তব্যে বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও সরকারী প্রশিক্ষন ও সহায়তার সুব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টি করলে সহজেই দারিদ্রতা দুরীকরণ সম্ভব। তাই সরকারের দেয়া এসকল সেলাই মেশিন কেউ অর্থের জন্য অন্যের কাছে বিক্রি না করে বরং স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করতে হবে। তাছাড়া কোন পরিবারে যদি বাল্যবিবাহ সংঘটিত হয়, সেই পরিবার থেকে সরকারী সকল সহায়তা কার্যক্রম তুলে নেয়া হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।