
দেবহাটা ব্যুরো: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে তৃতীয় দিনেও কর্মবিরতি পালন করেছেন দেবহাটায় কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীরা। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। তৃতীয় শ্রেনীর কর্মচারীদের পদ-পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সারা দেশের জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয় ও উপজেলা ভুমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীদের ন্যায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে তৃতীয় দিনে কর্মবিরতি পালন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভুমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীরা। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ভারপ্রাপ্ত অফিস সুপার আবু জাফর সিদ্দিকি, অফিস সহকারী তবিবুর রহমান, কাজী এমাদুল হক, উপজেলা ভুমি অফিসের নাজির শাহিনুর ইসলাম ও অফিস সহকারী সরোয়ার কর্মবিরতিতে অংশগ্রহন করেন।