
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় তুচ্ছ ঘটনায় এক মহিলাকে পিটিয়ে জখম করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের গোপাখালি গ্রামের কিনু সরদারের পুত্র আব্দুল্লাহ সরদারের (৪০) বাড়িতে।
রবিবার সকাল ৯ টায় আব্দুল্লাহ সরদারের রান্না ঘরের উপরে অব¯ি’ত আম গাছের ডাল নাড়া দিয়ে আম পাড়ার এক পর্যায়ে চালের এরামিট ভেঙ্গে যাওয়ার আশঙ্খায় আব্দুল্লাহ সরদারের স্ত্রী শিরিনা বেগম (৩৫) শরিফ ইকবল (২০)কে গাছের ডাল নাড়া দিয়ে আম পাড়তে নিষেধ করে। এ সময় শরিফ ইকবল ক্ষিপ্ত হয়ে তার চাচি শিরিনা বেগমকে আক্রমন করে এলোপাতাড়ি লাথি, চড়, ঘুসি মেরে শরীরের বিভিন্ন ¯’ানে ফোলা জখম করে। এক পর্যায়ে শিরিনা বেগমের ডান চোখে স্ব-জোরে ঘুসি মেরে রক্তাক্ত জখম করে। এ সময় শরিফ ইকবল শিরিনা বেগমকে জীবননাশের হুমকি দিয়ে তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা শিরিনা বেগমকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শিরিনা বেগমের স্বামী আব্দুল্লাহ সরদার বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যব¯’া নেওয়া হবে।