
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটায় জেলা পরিষদের উদ্যোগে করোনা ও ঘূণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ঋষি ও দাস পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১জুন) বিকাল সাড়ে ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম উপজেলার ৫টি ইউনয়নের ২০০ ক্ষতিগ্রস্থ ঋষি ও দাস পরিবারের মাঝে ৫০০টাকা করে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চিপ সাদিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আল ফৈরদাউস আলফা, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল প্রমূখ।
এ সময় তারা উপজেলার বিভিন্ন স্থানে ঘূণিঝড় আম্পানে পড়ে যাওয়া গাছগুলো দেখতে যান তারপর তারা ডাকবাংলো পরিদর্শন করেন এবং করোনায় আতঙ্ক না হয়ে সবাইকে সচেতন হওয়ার কথা বলেন।