দেবহাটা ব্যুরো: দেবহাটায় জমিদার ফণীভূষন মন্ডল স্মৃতি ৮ দলীয় নকআউট লক্ষ টাকার নয়া ড্রিংকিং ওয়াটার ক্রিকেটের উদ্বোধন করা হয়েছে। দেবহাটা যুবক সমিতির আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। এসময় প্রধান অতিথি মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে বলেন, যুব সমাজকে সমাজ গঠনে ও দেশের সেবায় এগিয়ে আসতে হবে। আর তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নিয়মিত শরীর চর্চা করতে হবে। রামকৃষ্ণ দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ও সাংবাদিক আর.কে.বাপ্পা। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটার পাঁচপোতা আরআরপি ক্রিকেট একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে দেবহাটার হাদীপুর বন্ধুমহল ক্রিকেট একাদশ। খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার করে সময়নিউজ২৪ডটকম। ধারাভাষ্যে ছিলেন জি.এম সিরাজুল ইসলাম, বিশিষ্ট ক্রিয়ামোদী জিন্নাত আলী ও ফারুক হোসেন। এছাড়া খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আলাউদ্দীন আল আজাদ ও দিলীপ কুমার বরুন। খেলায় হাদীপুর বন্ধুমহল ক্রিকেট একাদশ ২২ রানে জয়লাভ করে। এছাড়া খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন বন্ধুমহলের সাঈদ, সর্বোচ্চ ছয় মারার জন্য বন্ধুমহলের সিদ্দিক, সেরা ক্যাচ ধরার জন্য আরআরপির ইব্রাহীম ও সর্বোচ্চ উইকেট বন্ধুমহলের মুকিতকে পুরষ্কৃত করা হয়।