লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলা ছাত্রলীগের আয়োজনে ধর্ষনবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।
"বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের কোন ঠাঁই নাই" এই স্লোগানকে মনে প্রাণে ধারণ করে ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে যে চলমান প্রতিহিংসা, ধর্ষন, নির্যাতন, অসামাজিক কার্যকলাপ চলছে তার বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
দেবহাটা উপজেলার পারুলিয়া এস এস মধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং পরবর্তীতে ১মিনিট নিরবতা পালন করা হয়। তার পরে শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষন, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে আর যারা এই সব জঘন্য ঘটনার সাথে জড়িত তাদের কে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হোক।
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে ও সধারন সম্পাদক এইচ এস সোহাগ এর পরিচলনায় উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সরকারি সখিপুর খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ ছাত্রলীগের আহবায়ক হাসিব আলিম, যুগ্ন আহবায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সচিব মিজানুর রহমান (মাহি), সদস্যা নিশান, সাবেক কে বি এ কলেজ ছাত্রলীগের সভাপতি আমির মিঠু, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লাহ কল্লোল, সাধারন সম্পাদক আকরাম হোসেন, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারন সম্পাদক নাছির তানভীর, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, সাধারন সম্পাদক মাইন হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক রাজীব হোসেন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের ইমরান হোসেন, নিশান গাইন, নয়ন কুমার, আলফাজ হোসেন, মারুফ সহ ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।