
ওমর ফারুক মুকুল: দেবহাটায় ঘূর্ণিঝড় ‘যশ’ (ইয়াস) মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার জন্য ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ প্রচারনা অভিযান পরিচালনা করছে। আগামী মঙ্গল বা বুধবারে ঘূর্ণিঝড় ‘যশ’ বাংলাদেশের কয়েকটি জেলায় আঘাত আনতে পারে যার কারনে সরকারের পক্ষ থেকে উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়াসহ সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহন করা হচ্ছে। তারই আলোকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত এলাকা ও নিচু এলাকায় গিয়ে সাধারন মানুষকে সচেতন ও ভয় না পেয়ে সকলকে সচেতনতার সাথে এই দূর্যোগ মোকাবেলা করার আহবান জানাচ্ছেন। ওসি এসময় সকলকে নিরাপদ স্থানে থাকা, খাবার পানি ও শুকনো খাবার নিজেদের সঙ্গে রাখা, শিশু ও বৃদ্ধদেরকে আশ্রয় কেন্দ্রে আগে থেকে সরিয়ে নেয়া সহ নানারকম দিক নির্দেশনা প্রদান করছেন। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে ঘূর্নিঝড় ‘যশ’ বা ইয়াস এর পূর্ব প্রস্তুতি গ্রহন করাসহ দেবহাটাবাসীকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করে জানমাল রক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।