
দেবহাটা ব্যুরো: দেবহাটায় সম্প্রতি মটর সাইকেল চুরি ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। এক সম্পাহের ব্যবধানে ৫টি মটর সাইকেল চুরি করে নিয়ে গেছে সংর্ঘবদ্ধ চোরেরা। গত ১৮ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, দক্ষিন পারুলিয়ার আলহাজ্জ মাহবুবুল আলম পুত্র মাসুদ আল আজম (৩০) এর হোন্ডা হরনেট ব্লু কালারের মটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। যাহার নম্বর LA-৩৬৪৭৮২, চেসিস নম্বর-Psokc২৩৯০JH০২২৭০, ইঞ্জিন নং- Kc২৩E৭৬০০২৩০২ পারুলিয়া বাজারের বদরতলা রোডের ধারে তার নিজের বাড়ীর সামনে মটর সাইকেল রেখে বাসায় প্রবেশ করে। কিছুক্ষন পর বাসা থেকে বেরিয়ে দেখে তার মটর সাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে গেছে। ইতিমধ্যে দেবহাটা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গাজীর হাট, পারুলিয়া বিশ্বাস বাড়ী, সখিপুর থেকে চোরেরা বেশ কয়েকটি মটর গাড়ী চুরি করে নিয়ে গেছে। এর ফলে মটরসাইকেল চালকরা চিন্তিত হয়ে পড়েছে। সর্ব মহল আশা করে পুলিশ অভিযান চালিয়ে মটর সাইকেল চোর সিন্ডিকেটদের অনতিবিলম্বে গ্রেফতার করুক।