ওমর ফারুক মুকুল: নভেল করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে দেশব্যাপী গনটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সারাদেশে বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারিরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এই গনটিকাদান কার্যক্রম শুরু হয়েছ্ ে। দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করর্পোরেশন এলাকায় এই ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম গতকাল ৭ই আগস্ট সকাল থেকে শুরু হয়েছে। যথারিতি দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পারুলিয়া এস.এস মাধ্যমিক বিদ্যালয়, সখিপুর ইউনিয়ন পরিষদ, নওপাড়া ইউনিয়ন পরিষদ কার্যলয়, দেবহাটা টাউন শ্রীপুর হাই স্কুেল সকাল ৮টা হতে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এ সময় টিকাদান কেন্দ্র পরিদর্শন কালে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যম্যে সকল স্থরের মানুষের জন্য টিকার ব্যবস্থ্যা করেছেন। দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার তাছলিমা আক্তার জানান, প্রত্যেকটি ইউনিয়নে ৩টা করে বুথ, প্রত্যেকটি বুথে ২০০শ মানুষ টিকা নিতে পারবে, পর্যায় ক্রম্যে সকলে টিকার আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার আরো বলেন, সবাই নির্ভয়ে টিকা নিন, সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলুন। টিকা কার্য়ক্রম উদ্বোধনের সময় স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।