নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী দেবহাটায় মাঠে গিয়ে কৃষকের ধান কেটে সাহায্য করলো পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলার পারুলিয়া ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক এ,এইচ সোহাগের নির্দেশ অনুযায়ী পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম নেতৃত্বে এক কৃষকের ১বিঘা ৫ কাটা জমির ধান কেটে দেয়া হয় ।
এ সময় আরও উপস্থিত ছিলো পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নূর নবী হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ,৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অনিক ঘোষ, সাধারণ সম্পাদক বাবলা গাজী, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান, সাধারণ সম্পাদক রিদুল হোসেন, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন অভি,সাধারণ সম্পাদক শিপন হোসেন সহ ছাত্রলীগের কর্মী মুন্না, সাগর, রিপন, বাবু, শুভ্র বসু প্রমুখ ধান কাটার কাজে অংশ নেন।
আনের মালিক ঐ কৃষক বলেন, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হতে চলছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটার সাহায্য করেছে তা কখনো ভুলবার নয়।