লিটন ঘোষ বাপি: মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি হ্রাসে মাইকিং ও মাস্ক বিতরণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন দেবহাটা থানা পুলিশ।
সোমবার সকাল থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে উপজেলার দেবহাটা বাজার, টাউনশ্রীপুর বাজার, পারুলিয়া বাস¯ট্যান্ড, সখিপুর বাজার, গাজীরহাট বাজার ও কুলিয়া বাজারসহ জনসমাগম এবং গুরুত্বপূর্ন স্থান সমুহে মাইকিং করে জনসাধারণকে স্বাস্থ্য বিধি অনুসরণে উদ্বুদ্ধকরণ ও মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা।
হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে জনসাধারণকে অবহিত করা এবং কেনাকাটা শেষে যেন সবাই বাড়িতে ফিরে যায় তার জন্য কঠোর অবস্থানে দেবহাটা থানা পুলিশের সদস্যরা।
দেবহাটা থানা এলাকায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং কেনাকাটার জন্য ব্যবসায়ী ও ক্রেতাদের প্রতি আহবান জানিয়ে মাইকিং করছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা।
এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদ, এসআই আবু হানিফসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ সারা বিশ্বে আবারো ভয়ংকর রুপ ধারণ করেছে মহামারী করোনা ভাইরাস। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিনদিন বাড়ছে সংক্রমনের হার ও মৃতের সংখ্যা। গেল কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রন নিয়ে নতুন করে দুঃশ্চিন্তায় পড়েছে সরকার। ইতোমধ্যেই সোমবার থেকে পরবর্তী সাতদিনের লকডাউন ঘোষনাসহ শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনিক কড়াকড়ি আরোপ করা হয়েছে। জনসমাগম এড়াতে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ, বন্ধ ঘোষনা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র।