ওমর ফারুক মুকুল: সাতক্ষীরা জেলায় অক্সিজেনের অভাবে কয়েকদিন আগে এক রাতে ৬জন রোগীর মৃত্যুকে ঘিরে ভয়ানক আতঙ্ক সৃষ্টি হয়েছে দেবহাটা উপজেলায়। আর এই আতঙ্ক থেকে কিভাবে দেবহাটা উপজেলার সাধারণ মানুষকে সচেতন করা যায় সেই সম্পর্কে আলোচনায় বসেছিল দেবহাটা উপজেলার জনপ্রতিনিধিরা। ৫ জুলাই সোমবার বেলা ১টায় দেবহাটা উপজেলায় করোনা সংক্রমণে অক্সিজেন সংকট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে অক্সিজেন মজুদ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের রুমে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর গাজী। এসময় সভায় অক্সিজেন সংকট সমাধানে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত গ্রহন করা হয়।