
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু” ভূপেন হাজারিকার এই গান টি যেন বর্তমানে জেলা পরিষদ সদস্য আলফার জীবনের মূলমন্ত্র। দেবহাটা উপজেলার অসহায় শীতার্ত ঋষি স¤প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। উপজেলার ঋষি স¤প্রদায়ের ২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।
বুধবার (১৯ জানুয়ারি) সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের নির্দেশনায় উপজেলার সেকেন্দ্রা ঋষিপাড়া, পারুলিয়া ঋষিপাড়া, সখিপুর ঋষিপাড়ার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা বলেন, যেখানে অসহায় মানুষ সেখানেই জেলা পরিষদ।
গরীব, দুস্থ ও অসহায় মানুষের সেবায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নির্দেশনায় আমি নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছি। এই শীতে অসহায় শীতার্ত মানুষদের কষ্ট নিবারণের জন্য ঋষি স¤প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, আলফা পুত্র আশিকুর রহমান আশিক,পারুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে অসংখ্য কর্মহীন খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা অসচ্ছল মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেছেন তিনি। কখনো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী আবার কখনো ব্যক্তি অর্থায়নে ত্রাণ সামগ্রী নিয়ে পৌছে যাচ্ছেন মানুষের বাড়ীতে বাড়ীতে।
জেলা পরিষদের পক্ষ থেকে বছর জুড়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুলোতে বিভিন্ন সামাজিক, প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত উন্নয়নে প্রকল্প বরাদ্দ দেয়ার পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগ ও অর্থায়নে মানবসেবা করে যাচ্ছেন তিনি। এতে করে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবেও বেশ সুনাম অর্জন করে চলেছেন আলফা।
মসজিদ, মন্দির, মাদরাসা ও এতিমখানা গুলোতে অর্থসহায়তার পরিমান ও পরিধি দুটোই ক্রমশ প্রসারিত হচ্ছে তার মাধ্যমে। এছাড়া ব্যাক্তিগত অর্থে দেবহাটার অসংখ্য মানুষের সেমিপাকা বাসগৃহ নির্মান করে দিয়েছেন। পাশাপাশি প্রতিনিয়ত অসহায়, বয়স্ক, প্রতিবন্ধী মানুষদের সাধ্যমতো ব্যাক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তাও করছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা।