
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ১ মহিলাসহ ৩ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ৩০/০৮/২০২২ তারিখ, দেবহাটা থানার নওয়াপাড়া ও খাসপাড়া এলাকা থেকে এসআই (নিঃ) মাহাবুবর রহমান, এএসআই(নিঃ)/৫৬ শামীম হোসেন, এএসআই আঃ রহিম গাজী সংঙ্গীয় ফোর্সসহ জিআর-৭৩/২১ এর আসামী ১। ফরিদ উদ্দীন (৪৫), পিতা- মৃত আঃ রউফ, সাং- নওয়াপাড়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা, নারী ও শিশু ২৬৯/২২ এর আসামী জাহানারা বেগম, জং- আঃ মান্নান ওরফে মান্নাফ, নারী ও শিশু ২৬৯/২২ এর আসামী ৩। আঃ মান্নান হাজরা ওরফে মান্নাফ, মাতা- জাহানারা বেগম, উভয় সাং- খাসপাড়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে ইং-৩০/০৮/২০২২ তারিখ সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন,আইন শৃঙ্খলা রক্ষার্থে দেবহাটা থানা পুলিশ অঙ্গিকার বদ্ধ।