
ওমর ফারুক মুকুল: দেবহাটা থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানে ২৪ বোতল ফেন্ডিসিলসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার ১ জন আসামী সহ মোট ২ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৩/০৯/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আযম, এসআই(নিঃ) মাহাবুর রহমান, এএসআই(নিঃ) জাহিদুর রহমান সংগীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ১। আলতাফ গাইন (২৭), পিতা- মৃত আবুল গাইন, গ্রাম- চরশ্রীপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়। এছাড়া দেবহাটা থানার মামলা নং- ০৯, তারিখ- ১২/০৯/২২ ইং এর এজাহার নামীয় আসামী ২। শেখ গোলাম মোস্তফা ওরফে বাবুল (৫২), পিতা- মৃত আবু বক্কার সিদ্দিক , গ্রাম- চাঁদপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। তাদেরকে ইং- ১৪/০৯/২০২২ ইং তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে দেবহাটা থানা পুলিশ অঙ্গিকার বদ্ধ।
২