
স্টাফ রিপোর্টার, দেবহাটা: “তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রান” এই শ্লোগানকে সামনে রেখে গৌরব ও সাফল্যের ৫ম বর্ষ প‚র্তি উপলক্ষে একতা ফাউন্ডেশন( বøাড ব্যাংক) বাংলাদেশ এর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জানুয়ারি ) বিকাল ৪টায় একতা ফাউন্ডেশন বøাড ব্যাংকের আয়োজনে সখিপুর মোড়ে ৫ম বর্ষ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠানে একতা ফাউন্ডেশন (বøাড ব্যাংকের) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সখিপুর সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন একতা ফাউন্ডেশন (বøাড ব্যাংকের) সভাপতি রাজু ইসলাম রাজু।