দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সখিপুর আলিম মাদরাসা প্রঙ্গনে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মিলন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ইজিবাইক ও ব্যাটারী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ রাজিব হাসান, সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা কে, আর ডলপিন ইজিবাইক শোরুমের ম্যানেজার গোলাম রহমান, মার্কেটিং অফিসার লিটন, সাতক্ষীরা নিউ অটো হার্ডওয়্যারের পরিচালক আমানউল্লা আমান। এসময় অনান্যদের মধ্য উপস্থিত ছিলেন, দেবহাটা ইজিবাইক সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি উজ্বল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, লাইন সম্পাদক আব্দুল কাদের, কোষাধ্যক্ষ আব্দুস সত্তার, দপ্তর সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাকসহ সকল ইজিবাইক সমিতির নেতৃবৃন্দরা। সভায় বক্তৃতাকালে নেতৃবৃন্দরা বলেন, দেবহাটায় বর্তমানে প্রায় ২৭০ জন ইজিবাইক চালক রয়েছে। সকলে সম্মিলিতভাবে যাত্রীসেবার মানোন্নয়ন করতে হবে। পাশাপাশি দুর্ঘটনা জনিত কারনে কোন চালক আহত হলে সংগঠনের পক্ষ থকে আহতের পরিবারকে সার্বিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।