
ইয়াছিন আলী, দেবহাটা: দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যার ঘটনায় নিহত মনিরুলের খোয়া যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা সহ আরো ১ আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ও উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র এক অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে রমজান আলী (৪০) কে শুক্রবার সকাল ৯ টার দিকে দেবহাটার গাজীরহাট এলাকা থেকে গ্রেফতার করেন। পরে রমজানের দেয়া স্বীকারোক্তি মোতাবেক উপজেলার কামটা গ্রামের মৃত সনৎ সেন গুপ্তের ছেলে কৌশিক সেন গুপ্তের পুকুর থেকে ও কামটা গ্রামের হাঁসড়াতলা সমাধীস্থলের পাশের একটি বাগান থেকে ছিন্ন ভিন্ন করা অবস্থায় নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকটি উদ্ধার করেন।
এর আগে গত ২ জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের কাছে নিহত ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী রাবেয়া খাতুন ও রাবেয়ার প্রেমিক উপজেলার কামটা গ্রামের ওহাব সরদারের ছেলে সাইদুর রহমান রাজু পৃথক পৃথকভাবে ১৬৪ ধারা মতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দীতে কেন, কি কারনে, কোথায় আর কিভাবে মনিরুলকে ঠান্ডা মাথায় প্লানিং করে খুন করা হয়েছে তার বর্ননা দেয়া হয়। মনিরুলের স্ত্রী রাবেয়ার সাথে রাজুর অবৈধ সম্পর্কের কারনে তারা উভয়ে প্লানিং করে মনিরুলকে হত্যা করেছে বলে তারা আদালতকে জানায়।
উল্লেখ্য, গত ২৬ জুন ২০২০ ইং তারিখ শুক্রবার ভোরে দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইসমাঈল গাজীর ছেলে ইজিবাইক চালক মনিরুল ইসলাম (৩৩) এর লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। পরে নিহত মনিরুলের ভাই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত ইসমাঈল গাজীর ছেলে আমিনুর রহমান (২২) বাদী হয়ে দেবহাটা থানায় ২৬-০৬-২০২০ ইং তারিখে ৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় ০৯ নং মামলা দায়ের করেন।