দেবহাটা ব্যুরো: দেবহাটায় ইউএনও কর্তৃক মন্দির কমিটিতে মাস্ক বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলার মোট ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দের মাঝে মাস্ক বিতরন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় এই মাক্স বিতরনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দকে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।