
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, দেবহাটা কলেজের সভাপতি ও সাংবাদিক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হককে লাঞ্চিতের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে দেবহাটা উপজেলা পরিষদ সংলঘœ এলাকায় এ ঘটনা ঘটে। আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক বলেন, দীর্ঘদিন ধরে তিনি দেবহাটা কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু কলেজের বিএনপি পন্থী গুটি কয়েক প্রভাষকের নেতৃত্বে একটি চক্র তাকে কলেজ সভাপতির পদ থেকে সরাতে মরিয়া হয়ে ওঠে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও একটি রীট পিটিশন দায়ের করা হলে সম্প্রতি আনোয়ারুল হকের সভাপতির পদ বহাল রেখে রায় দেয় উচ্চ আদালত। এ ঘটনার পর থেকে সংঘবদ্ধ ওই চক্রটি আনোয়ারুল হককে মারপিট সহ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। বুধবার দুপুরে দেবহাটা উপজেলা সদরের একটি দোকানে বসে বন্ধুদের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় পুর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে দেবহাটা কলেজের বাংলা বিভাগের প্রভাষক বিএনপি নেতা মির্জা মহসীন সহ অজ্ঞাত কয়েকজন অতর্কিত আনোয়ারুল হকের ওপর হামলা সহ তাকে মারপিট শুরু করে। একপর্যায়ে সেখানে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী সহ একাধিক ব্যাক্তিরা ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।