কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় আম্পানে ক্ষতিগ্রস্থ দুস্থ গরীব অসহায় মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের ২৮ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে সিমেন্ট শীড বিতরন করা হয়েছে।
আজ ৬ই জুন শনিবার বিকাল ৪টায় দেবহাটার পারুলিয়া গরু হাটে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাট্রিস এর সহায়তায় আনোয়ার সিমেন্ট শীড বিতরন করেন ৯ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সাতক্ষীরা সরকারি কলেজ আর্মি ক্যাম্প ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব আতিকুর রহমান।
এ সময় তারা সামাজিক দূরত্ব বজায় রেখে সিমেন্ট শীড সহ জনসেবা মূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।