দেবহাটা ব্যুরো: দেবহাটায় প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের আন্তঃ ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবহাটার পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেহ উদ্দীন মুকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।