নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার নওয়াপাঙা ইউনিয়নের অসহায় মুর্শিদ পরিবারকে গৃহ নির্মাণ করে দিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল-ফেদাউস আলফা। ২৬ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫ টায় নওয়াপাঙা মাদ্রাসার পিছনে অসহায় মুর্শিদ পরিবারের বসবাসের জন্য নতুন গৃহ নির্মাণ করে দেন।
এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাঙা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা,৭,৮,৯ ওয়ার্ডের মহিলা মেম্বার লিলি খাতুন, ৯ ওয়ার্ডের মেম্বার মনিরুল ইসলাম,৭ ওয়ার্ডের মেম্বার মাহবুব গাজী প্রমুখ।