ওমর ফারুক মুকুল: দেবহাটার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর, নির্ভীক, স্পষ্টবাদী, সততার মূর্ত প্রতিক ও জনদরদি আলহাজ্জ্ব আবুল হাসান ছউদ (কাজী সাহেব) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইন্তেকাল করেন। কাজী সাহেবের দীর্ঘ জীবনে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনসহ বিভিন্ন সময়ে নানামুখী ভূমিকা পালন করেন। এলাকার অত্যন্ত গুনী মানুষ হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। কোন অসহায় মানুষ তার কাছে যেয়ে কখনো নিরাশ হয়ে ফিরে আসেননি। এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনেও তার ভূমিকা ছিল অবিস্মরনীয়। শনিবার বাদ যোহর তার প্রতিষ্ঠিত কাজী মহল্লা গ্রামে নিজের বাড়ির মসজিদ প্রাঙ্গনে তার জানাযা নামায শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও গুনী সন্তান রেখে গেছেন। তার সন্তানেরা বাংলাদেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকুরীরত আছেন্ ব্যক্তিগত জীবনে তিনি একজন সদালাপী ও স্পষ্টবাদী মানুষ ছিলেন। তার জানাযা নামাযে সাবেক দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মোস্তফা, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।