দেবহাটা প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সখিপুর ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) টিডিএইচ ফাউন্ডেশনের সহায়তায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে স্পিরিট প্রকল্পের আলোকে উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কোঅর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুলেখা পারভীন, উপজেলা মৎস্য দলের সভাপতি মোনাজাত আলী গাজী, ব্রেকিং দ্য সাইলেন্সের ইউনিয়ন ফ্যাসিলিটেটর শিমুল হোসেন ও সুমাইয়া পারভীন রিজমা সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। এসময় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। একই সাথে শিশু-কিশোরদের চিহ্নিত সমস্যা তুলে ধরা হয়।