
স্টাফ রিপোর্টার,দেবহাটা:
মেডিকেল ভর্তি পরিক্ষায় ৩৬০০ তম অবস্থান নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছে দেবহাটার মেয়ে ফাতিমা জান্নাত। ফাতিমা জান্নাত দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কালাম গাজী ও ওজিলা বেগমের ছোট মেয়ে। ফাতিমা জান্নাতের পিতা আবুল কালাম পেশায় একজদ দিনমজুর ও মাতা একজন গৃহিনী। ফাতিমা জান্নাত ছোটবেলা থেকে পড়ার প্রতি অদম্য আগ্রহ ছিলো। অনেক বেশি সেই আগ্রহকে কাজে লাগিয়ে ২০১৪ দেবীশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ভর্তি হয় হাদীপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে সে ২০২০ সালে এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়ে ভর্তি হয় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে। এখান থেকে ২০২২ সালে জিপিএ-৫ পেয়ে খুলনাতে মেডিকেল ভর্তি কোচিং করে এখন সে কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
ফাতিমা জান্নাতের মা বলেন, তার দুইটা মেয়ের মধ্যে ফাতিমা জান্নাত ছোট মেয়ে। তার পড়ার ব্যাপারে ছোট থেকে অনেক আগ্রাহ ছিলো। তার পিতা লোকের মৎস্য ঘেরে দিনমজুরের কাজ করে আর আমি বাড়িতে বিভিন্ন চাষ করে কোন রকম সংসার চালায়। কিন্তু তার আগ্রহ থাকার কারণে আমরা অনেক কষ্ট করে তার পড়াশোনার খরচ চালিয়েছি।আজ সেই কষ্টের ফল মহান আল্লাহ মালিকের রহমতে পেয়েছি এবং দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমার মেয়ে ডাক্তার হয়ে দেশের সহায় মানুষের সেবা করতে পারে। ফাতিমা জান্নাত সকলের দোয়া প্রার্থী।