দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ভূমিহীন জনপদ ঢেপুখালিতে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর এক নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪ টায় ঢেপুখালী সাইক্লোন সেন্টারে ঢেপুখালী গ্রামবাসির আয়োজনে নিজেদের অর্থায়নে নির্বাচনি প্রচারনা সভা বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী (মোহনের) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা চেয়ারম্যান পদপ্রার্থী নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ছবিলর রহমান, সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ ঘোষ, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আসাদুর রহমান (রব) ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাপস কুমার রায়। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আঃ আজিজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক বিষ্টুপদ সরকার, আঃ গফফার, ভূমিহীন নেতা আবু হানিফ, এবাদুল ইসলাম, হাফিজুল ইসলাম, ফিরোজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী শেক হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে মানুষের কল্যানে তিনি সবসময় কাজ করে গেছেন এবং আগামীতেও করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। আর এজন্য সাহেব আলী ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।