দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ভাতশালা এলাকায় প্রবল ঘূর্নিঝড় আম্ফানে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী ইছামতি নদীর ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ন ভেড়িবাধটির সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টায় উক্ত ভাঙ্গন কবলিত ভেড়ীবাধটির সংষ্কার কাজের উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি এবং দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উক্ত বাধ পূর্ননির্মান কাজে এলাকার সকল মহল একসাথে মিলে সম্পন্ন করছে।
উদ্বোধনকালে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, আওয়ামীলীগে নেতা সাবেক শিক্ষক আব্দুুল হাই, আওয়ামীলীগ নেতা শরীফ বিশ^াস, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।