
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার মতবিনিময় করেছেন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলীসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।
মতবিনিময় সভায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কাছে উপজেলার সকল সরকারী উন্নয়ন কাজে সহযোগীতা কামনা করেন।