ওমর ফারুক মুকুল: লকডাউনের দশম দিনে দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। সোমবার উপজেলা নির্বাহী অফিসার উপজেলার পাঁচটি ইউনিয়নে স্বাস্থ্য বিধি ভঙ্গ ও লকডাউন অমান্য করার দায়ে কয়েক জনকে অর্থ দন্ডে দন্ডিত করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, দেবহাটা উপজেলা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। তাই সংক্রমন কমানোর জন্য অবশ্যই সবাইকে লকডাউন ও স্বাস্থ্য বিধি মানতে হবে। কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে বা কোন সাহায্য দরকার হলে অবশ্যই উপজেলা প্রশাসনকে জানাবেন অথবা সরকারী হেল্প লাইন ৩৩৩ এ কল দিয়ে আবহিত করবেন।