দেবহাটা প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেবহাটা উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। টানা কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তিনি। বিশেষ করে উপজেলার ২১টি মন্ডপের নিরাপত্তা সহ সার্বিক পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট মন্ডপের সভাপতি/সম্পাদকের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। এছাড়া সরকারি নির্দেশনাগুলো সংশ্লিষ্ট মন্ডপের দায়িত্বপ্রাপ্তদের মেনে চলরা নির্দেশ দেন। পাশাপাশি পূজা উৎসবকে ঘিরে কোন ধরণের হুমকি বা প্রতিবন্ধকতা আছে কি সে বিষয়েও তদারকি করেন তিনি। পূজা উৎযাপনে যেকোন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশাসন সর্বদা পাশে থাকবে বলেও আশ্বস্থ করেন।
এদিকে, মঙ্গলবার পারুলিয়া জেলিয়াপাড়া পূজা মন্ডপ মেট্রোরেল এর আদলে তৈরী করায় সেখানে পরিদর্শন কালে সাজসজ্জা দেখে মুগ্ধ হন নবাগত ইউএনও মিলন সাহা।
পূজামন্ডপ পরিদর্শনের পাশাপাশি উপজেলার উন্নয়ন কর্মকান্ড এলজিইডির বিভিন্ন নির্মান কাজ, নির্মানার্ধীন পাবলিক লাইব্রেরি সহ কাজের তদারকি করেন।
এসময় সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল।