
নিজস্ব প্রতিবেদক,দেবহাটা:
দেবহাটা উপজেলার বসন্তপুর নিবাসী ডিবি হাজতে মৃত্যু বরণকারী বাবলু সরদারের পরিবারকে ঘর উপহার দিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। ২৬ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় আলহাজ্ব আল-ফেরদাউস আলফার নিজস্ব অর্থায়নে নির্মিত উপহারকৃত ঘরটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
গেল প্রায় মাসব্যাপী নির্মানকাজ শেষে বুধবার সকালে উদ্বোধন পরবর্তী বাবলু সরদারের পরিবারের সদস্যদের কাছে নব-নির্মিত বাসগৃহটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ সুবিধাভোগী পরিবার ও এলাকার জনগন।