কাদের মহিউদ্দীন দেবহাটা: দেবহাটা উপজেলার কুলিয়ায় বহেরা গ্রামের মোড়ল পাড়া যুব সংর্ঘ আয়োজিত ৮ দলীয় গ্রাম বাংলা ঐতিহ্যবাহি হাডুডু প্রতিযোগীতা গতকাল ২২ ডিসেম্বর, শুক্রবার, বিকাল ৩ টায়, মোড়লপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় অংশগ্রহনকারী দলগুলো লক্ষীদাড়ী, চৌবাড়ীয়া, কোমরপুর, গয়েশপুর, কুলিয়া, পুষ্পকাটি, কোমরপুর দক্ষিনপাড়া, বহেরা খেলা পরিচালনায় দায়িত্বপালন করেন মো. রুহুল আমিন। খেলাটি দেখার জন্য শত মানুষ খেলা প্রাঙ্গনে উপস্থিত হন।
দেবহাটার বহেরায় ৮ দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট