
লিটন ঘোষ বাপি: উৎসবমুখর আমেজে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বেছে নিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ওয়ার্ড কাউন্সিলররা দুপুর ৩টা থেকে বিরামহীনভাবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীদের প্রচারণা ছিল দৃষ্টি নন্দন চোখে পড়ার মত। যা নির্বাচনের মাধ্যমে অনুকূল পরিবেশ ফিরে পেয়েছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ ও আনন্দমুখর। নির্বাচনে পারুলিয়া ইউনিয়নে সভাপতি হিসেবে রফিকুল ইসলাম সানা ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী তরিকুল ইসলাম ১৩০ ভোট পেয়েছে। সাধারন সম্পাদক পদে জিএম হাসান সরাফি ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী নজরুল ইসলাম ১৬৯ ভোট পেয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম বাবু ৩৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী শফি আহমেদ ৯৬ ভোট পেয়েছে। এসময় ফলাফল ঘোষনা অনুষ্ঠান ও নির্বাচনের সার্বিক দিক মনিটরিং করেন জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম,জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও দেবহাটা উপজেলা শাখার সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা শাখার সদস্য ও দেবহাটার সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন।